যে সকল কারণে ভূমি উন্নয়ন কর সরকারের নিকট দাখিল করা জরুরি তা হল-
ভূমি উন্নয়ন কর
ভূমি মন্ত্রণালয়ের শাখা-৩ এর স্মারক নম্বর-ভূঃমঃ/শা-৩/কর/১০০/৯২-১০৬(১০০০); তারিখ: ৩০.০৫.১৯৯৫ প্রজ্ঞাপন মোতাবেক সর্বশেষ সংশোধিত ভূমি উন্নয়ন করের নির্ধারিত হার নিম্নরূপ:
১) কৃষি জমির ভূমি উন্নয়ন করঃ
জমির পরিমাণ |
ভূমি উন্নয়ন করের হার |
(ক) ৮.২৫ একর পর্যন্ত |
ভূমি উন্নয়ন কর দিতে হবে না |
(খ) ৮.২৫ একরের উর্দ্ধ এবং ১০.০০ একর পর্যন্ত |
প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে |
(গ) ১০.০০ একরের উর্দ্ধে |
প্রতি শতাংশ ১.০০ টাকা হারে |
২) অকৃষি জমির ভূমি উন্নয়ন করঃ (এই শ্রেণীর জমির ভূমি উন্নয়ন কর ব্যবহারভিত্তিক নির্ধারিত হবে)
|
শিল্প/বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির করের হার |
আবাসিক অথবা অন্যান্য কাজে ব্যবহৃত জমির করের হার |
(ক) ঢাকা জেলার কোতয়ালী, মীরপুর, মোঃপুর, সূত্রাপুর, সবুজবাগ, ডেমরা, গুলশান, ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, কেরানীগঞ্জ থানা এলাকা। |
১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক |
২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(খ) নারায়নগঞ্জ জেলার বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। |
১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক |
২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(গ) গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা |
১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক |
২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(ঘ) চট্টগ্রাম জেলার কোতয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং, সীতাকুন্ড, বন্দর, হাটহাজারী, পাহাড়তলী ও রাঙ্গুনিয়া। |
১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক |
২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(ঙ) খুলনা জেলার কোতয়ালী, দৌলতপুর, দিঘলিয়া ও ফুলতলা থানা এলাকা |
১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতক |
২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
(চ) অন্য সকল জেলা সদরের পৌর এলাকা |
২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ |
৭.০০ (সাত) টাকা প্রতি শতাংশ |
(ছ) জেলা সদরের বাইরে অন্যান্য পৌর এলাকা |
১৭.০০ (সতের) টাকা প্রতি শতাংশ |
৬.০০ (ছয়) টাকা প্রতি শতাংশ |
(জ) পৌর এলাকা ঘোষিত হয় নাই এমন এলাকা |
১৫.০০ (পনের) টাকা প্রতি শতাংশ |
৫.০০ (পাঁচ) টাকা প্রতি শতাংশ |